একটি ক্রিকেট ম্যাচ অতঃপর কিছু কথা।
লিখেছেন লিখেছেন আমীর আজম ০৩ মার্চ, ২০১৪, ০৯:১৯:৩৯ সকাল
আপনি বসে আছেন। আর আপনার দুই
পাশে ডানে এবং বামে দুইজন লোক
বসে আছে।
আপনি লক্ষ করতেছেন একবার ডানদিকের
লোকটা লাফায়ে উঠে, আরেকবার বাম দিকের
লোকটা।
একবার ডান দিকের লোকটা তালি মারে,
আরেকবার বাম দিকের লোকটা।
একবার ডান দিকের লোকটা হতাশায় মুখ
ঢাকে, আরেকবার বাম দিকের লোকটা।
একবার ডানদিকের লোকটা চিৎকার করে উঠে,
আরেকবার বাম দিকের লোকটা।
তাহলে বুঝতে হবে আপনি টিভিতে খেলা দেখতে বসেছেন।
আর খেলা চলছে ভারত আর পাকিস্তানের
মধ্যে।
অভিনন্দন ভারত ও পাকিস্তান দলকে এরকম
একটা রোমাঞ্চকর ও দৃষ্টিনন্দন ম্যাচ
উপহার দেয়ার জন্য।
অবশেষে জয় হয়েছে ক্রিকেট খেলারই।
পুনশ্চঃ যারা সারাদিন বসে বসে ভারত আর
পাকিস্তানের পিন্ডি চটকাচ্ছেন, আমার
স্টাটাস দেখে হয়তো উভয় দলেরই মাথা গরম
হয়ে যাবে। কিন্তু
আপনাকে মনে রাখতে হবে আপনি এখন
গ্লোবালাইজেশনের যুগে বাস করছেন।
এখানে বসে বসে অন্যের
সমালোচনা করে লাভ নাই।
বরং আপনাকে চেষ্টা করতে কিভাবে সবার
সাথেই ভাল সম্পর্ক রেখে নিজের দেশের
স্বার্থ রক্ষা করা যায়।
তাই আমাদের দেশের কুটনৈতিক
ব্যাবস্থা আরো শক্তিশালী করা দরকার।
আর যারা গ্যালারিতে ভারত পাকিস্তানের
পতাকা দেখে লুস টেম্পার হয়ে যান,
তাদেরকে ভাবতে হবে গ্যালারিতে শুধু
আমরা বাংলাদেশীরা নাই। ভারত পাকিস্তান
থেকেও অনেক পর্যটক এসেছে খেলা দেখার
জন্য।।।
কারও সাথে বিরোধ নয়। সবার সাথে সুসম্পর্ক রেখে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ।।
বিষয়: বিবিধ
৮৯৭ বার পঠিত, ৬ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
এর জন্য বড় একটা হৃদয়ের প্রয়োজন যেটি জম্ন সুত্রে আমরা পাইনি। বাকী থাকল অর্জন। পারিবিারিক রাজনীতি আমাদেরকে এতটুকু অন্ধ করেছে যে, বুব্ধিপ্রতিবন্ধীর এ জাল থেকে রেহাই পাওয়া
মন্তব্য করতে লগইন করুন